ব্রাউন্সি চুল পান কফির গুণে
24 August 2023
দিনে একবার কফির কাপে চুমুক না দিলে, মন ভাল যায় না? এবার এই একই কফির আমেজ উপভোগ করতে পারেন আপনার চুলেও।
জানেন কি কফি মাখা যায় চুলেও! কফি ত্বকের যেমন জেল্লা ফেরায়, তেমনই চুলের রংকে আরও গাঢ় ও উজ্জ্বল করে তোলে।
চুলের বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক কফি। চুলের টেক্সচারও উন্নত করে এই প্রাকৃতিক উপাদান। চুলের জন্য সেরা কফির হেয়ার মাস্ক।
নারকেল তেলের সঙ্গে কফির গুঁড়ো ভাল করে ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন পুড়ে না যায়। এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন।
এই হেয়ার মাস্ক চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায়। এতে চুলের বৃদ্ধি ঘটে। সপ্তাহে ১দিন আপনি এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
অলিভ অয়েল ও মধুর সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে নিন। তৈরি হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক চুলে ম্যাজিকের মতো কাজ করে।
এই হেয়ার মাস্ক চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট মাস্কটি রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
সপ্তাহে একবার করে আপনি কফির হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। হেয়ার মাস্ক ব্যবহারের আগে চুল ভাল করে ধুয়ে নেবেন।
অনেক সময় চুলের গোড়ায় কফির গুঁড়ো আটকে থাকে। তাই কফির হেয়ার মাস্ক ব্যবহারের পর ভাল করে চুল ধুয়ে নেবেন।
আরও পড়ুন