রূপচর্চার দুনিয়ায় নাম কেড়েছে ফেস সিরাম। রোজই ব্যবহার করেন অনেকে।
বাজারে হাইলুরনিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন ই সিরাম পাওয়া যায়।
কিন্তু ফেস সিরাম ব্যবহারের ফলে ত্বকের কী উপকার পাওয়া যায়, জানেন?
ময়েশ্চারাইজারের চেয়ে অনেক হালকা হয় ফেস সিরাম।
ফেস সিরামও ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
ফেস সিরাম ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে ফেস সিরাম।
তাই ফেস সিরাম ব্যবহার ফলে মুখে দাগছোপ সহজেই এড়ানো যায়।
এমনকী বলিরেখা, সূক্ষ্মরেখাও রুখে দিতে পারে ফেস সিরাম।