বর্ষায় কোন টিপস মানলে কমবে চুল পড়া?
24 August 2023
প্রতিদিন গড়ে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর বেশি যদি রোজ মুঠো মুঠো চুল ওঠে, তাহলে সাবধান হওয়া জরুরি।
বর্ষায় সবচেয়ে বেশি চুল পড়ার সমস্যা দেখা দেয়। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চুলের সমস্যা বাড়ে। কিন্তু চুল পড়ার আসল কারণ কী?
বর্ষাকালে আর্দ্রতার কারণে স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। এতে চুলের গোড়া আলগা হয়ে পড়ে। ফলে একটু টান পড়লেই চুল ছিঁড়ে যায়।
মানসিক চাপ চুল পড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। স্ট্রেস চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে দেয় না। এর জেরেই চুল পড়ে।
বৃষ্টি জল, ধুলোবালি, ময়লা, তেল জমে চুলের গোড়ায়। এগুলো দিনের পর দিন ঘটলে চুলের বারোটা বাজে। চুল উঠতে থাকে।
আপনি যদি সঠিক প্রসাধনী না ব্যবহার করেন, তাহলেও চুলের ক্ষতি হয়। এতে চুল পড়া, খুশকির মতো সমস্যা দেখা দেয়।
চুলের সমস্যা প্রতিরোধ করতে গেলে সবার প্রথমে সঠিক শ্যাম্পু, কন্ডিশনার, তেল ও হেয়ার মাস্ক বেছে নিতে হবে।
বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলুন। ছাতা ব্যবহার করুন। চুল বেঁধে রাখুন। এতে চুলকে দূষণের হাত থেকে রক্ষা করা যায়। কমে সমস্যাও।
ভিজে চুল শুকনো করে মুছুন। সমস্যা এড়াতে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মাথা মুছুন। খুব বেশি চাপ দেবেন না ভিজে চুল মুছতে।
আরও পড়ুন