বগলের কালো দাগ নিয়ে চিন্তিত? রইল উপায়
22 August 2023
অনেকেরই বগলে কালো দাগ দেখা যায়। যার জন্য তাঁরা প্রকাশ্যে হাত তুলতে, বা হাত কাটা জামাকাপড় পরতে লজ্জা পান
তবে উপায় আছে। যা মেনে চললেই বগলের কালো দাগের সমস্য়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। কী সেটা? জানুন...
বগলের দাগ তুলতে সাহায্য করে আপেল। এছাড়া এতে বগলের দুর্গন্ধও দূর হয়। আপেলের টুকরো নিয়ে বগলে ঘষে নিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন
একইভাবে ব্যবহার করতে পারেন আলুর রসও। এতে ভিটামিন এ, বি ও সি রয়েছে যা প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে
আলু থেকে রস বের করে বগলে ঘষে নিন। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফল পাবেন
একইভাবে ব্যবহার করতে পারেন লেবুর রসও। এতে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা কালো ছোপ তুলতে সাহায্য করে
এছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। একটি পাত্রে জলের সঙ্গে বেকিং সোডা গুলে নিয়ে তা ছোপযুক্ত স্থানে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন
কালো আন্ডারআর্ম থেকে মুক্তি পেতে, আপনি শসা ব্যবহার করতে পারেন। শসার পাতলা স্লাইস কেটে আন্ডারআার্মস-এ লাগান। এতেও কালোভাব দূর হবে
টমেটোতে লাইকোপিন রয়েছে। যা বগলের কালো দাগ তুলতে সাহায্য করে। একটি টমেটোর টুকরো নিয়ে বগলে ঘষে নিন। কাজ হবে
আরও পড়ুন