মুঠো-মুঠো চুল উঠছে? ভৃঙ্গরাজ তেল মাখুন
22 August 2023
মুঠো-মুঠো চুল উঠছে? ভৃঙ্গরাজ তেল মাখুন
23 August 2023
ছুটির দিন ছাড়া চুলে তেল দেওয়ার সময় হয় না। কিন্তু নিয়মিত তেল না মাখলেই চুল শুষ্ক ও রুক্ষ হতে শুরু করে।
বর্তমানে বেশিরভাগ মানুষ ভুগছেন চুল পড়ার সমস্যায়। চুল পড়ার সমস্যার সমাধানও লুকিয়ে রয়েছে হেয়ার অয়েলের মধ্যে।
বাজারে নানা ধরনের তেল পাওয়া যায়। কিন্তু সব তেল যে আপনার চুলের সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে পারে, তা নয়।
মা-ঠাকুমাদের টোটকা কাজে লাগালে আপনি চুলের সমস্যা সহজেই এড়াতে পারবেন। ব্যবহার করুন ভৃঙ্গরাজের তেল।
প্রাচীনকাল থেকে চুলের যত্নে ভৃঙ্গরাজ ব্যবহার হয়ে আসছে। এই প্রাকৃতিক উপাদানটি চুলের সমস্যা দূর করতে সহায়ক।
এক কাপ নারকেল তেলের মধ্যে এক মুঠো ভৃঙ্গরাজের পাতা মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটা ভাল করে ফুটিয়ে নিন।
এই তেলের সঙ্গে আপনি মেথির দানাও মিশিয়ে দিতে পারেন। মেথির বীজও চুলের যাবতীয় সমস্যা দূর করতে সহায়ক।
ভৃঙ্গরাজের তেল ফুটে উঠলে শিশিতে ভরে রাখুন। সপ্তাহে অন্তত ২-৩ দিন এই ভৃঙ্গরাজের তেল মালিশ করুন স্ক্যাল্প ও চুলে।
শ্যাম্পু করার ৩০ মিনিট আগেও আপনি চুলে ভৃঙ্গরাজের তেল ব্যবহার করতে পারেন। এটি আপনার চুলকে মজবুত করে তুলবে।
আরও পড়ুন