বাড়িতে সারুন ক্লিনআপ
15 August 2023
মুখ পরিষ্কার করতে প্রতি মাসে পার্লারে যাওয়ার দরকার নেই। সহজ উপায়ে বাড়িতেই করুন ফেস ক্লিনআপ। রইল টিপস।
প্রথমে মুখটা ভাল করে পরিষ্কার করে নিন। জলে তুলে ভিজিয়ে মুখ মুছে নিন। এরপর ফেসওয়াশ ব্যবহার করুন। এতে সমস্ত ময়লা উঠে যাবে।
এবার মৃত কোষ তুলতে স্ক্রাব করুন। বেসনের সঙ্গে মধু মিশিয়ে বানিয়ে নিন। মুখ লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে মাসাজ করে মুখ ধুয়ে ফেলুন।
রোমকূপ পরিষ্কার করতে স্টিম জরুরি। বাটিতে গরম জল নিন। এবার মাথার উপর তোয়ালে চাপিয়ে কিছুক্ষণ ভাপ নিন।
এবার রোমকূপ বন্ধ করার পালা। তুলোয় টোনার নিয়ে মুখে বুলিয়ে নিন। এতে ত্বকের পিএইচ স্তরের মাত্রাও বজায় থাকবে।
এরপর পালা ফেসমাস্কের। টক দই, বেসন ও হলুদ দিয়ে ফেসমাস্ক বানিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, তাহলে এরপর মুখে শিট মাস্ক লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে মুখ অবশিষ্ট সিরাম মাসাজ করে দিন।
এবার মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আপনার ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
এখানেই কাজ শেষ নয়। এবার চোখের চারপাশে আইক্রিম লাগিয়ে নিন। এতে আপনি সহজেই ডার্ক সার্কেল, বলিরেখা এড়াতে পারবেন।
আরও পড়ুন