ক্লান্ত মুখে প্রাণ আসবে ৫ মিনিটে
23 August 2023
সারাদিনের কাজকর্মের পর মুখ ক্লান্ত ও ম্লান দেখায়। তখন আলাদা করে ত্বকের যত্ন নেওয়ারও আর ইচ্ছা থাকে না।
অফিস শেষে কোনও অনুষ্ঠানে যাওয়ার হলে এমন ক্লান্ত মুখ নিয়ে যাওয়া যায় না। মুখে আনতে হবে তরতাজা ভাব।
কাজ শেষে মুখে স্প্রে করুন গোলাপ জল। গোলাপ জল মুখ থেকে ক্লান্তির ছাপ দূর করবে। পাশাপাশি মুখ দেখাবে তরতাজা।
বাড়ি ফিরে মুখে লাগাতে পারেন মধু ও টক দই। ৫ মিনিট মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক মুখে তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দেবে।
ত্বকে ফ্রেশনেস ফিরে পেতে লেবুর সাহায্য নিন। লেবু রয়েছে এমন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বক পরিষ্কার ও তরতাজা দেখাবে।
হালকা মেকআপও আপনাকে তরতাজা বোধ করাতে পারে। গালে লাগাতে পারেন ব্লাশ আর চোখের পাতায় অল্প গ্লিটার বা আইশ্যাডো।
ব্লাশ, আইশ্যাডো পছন্দ না হলে চোখের পাতায় আর চিকবোনে একটু পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। নিমেষে বদলে যাবে লুক।
শুষ্ক ত্বক হলে অল্প অলিভ অয়েল দিয়ে মুখে মালিশ করুন। এতে আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, কমাবে ত্বকের সমস্যা।
শুষ্ক ত্বকে প্রাণ এনে দিতে সক্ষম অলিভ অয়েল। এতে ত্বক ঝলমলে দেখাবে। পাশাপাশি এতে বলিরেখা, সূক্ষ্মরেখার সমস্যাও কমবে।
আরও পড়ুন