আপনার চুলের জন্য আদর্শ কোন তেল?

14 August 2023

আপনি চুলে যে তেল মাখেন, সেটা আপনার চুলের উপযোগী তো? সেই তেল মেখে আদৌ আপনার চুলের উপকার হচ্ছে তো? জেনে নিন।

নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল সবই পুষ্টিগুণে ভরপুর। কিন্তু সব তেল যে আপনার জন্য উপযুক্ত তা নয়।

চুলের ধরন অনুযায়ী হেয়ার অয়েল বেছে নেওয়া দরকার। তবেই, আপনি চুলের সমস্যাকে দূরে রাখতে পারবেন এবং চুল ভাল থাকবে।

আপনার কি পাতলা চুল? পাতলা চুলে তেল দিলে নেতিয়ে পড়ে। জেল্লা হারিয়ে যায়। এক্ষেত্রে আপনি হালকা তেল বেছে নিন। 

পাতলা চুলের জন্য আদর্শ আর্গান অয়েল। ভিটামিন ই থাকায় এই তেল চুলের সমস্যা কমিয়ে দেবে। এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা। 

রুক্ষ চুলের যত্নে মাখুন অলিভ অয়েল। অলিভ অয়েলের ভিটামিন ই চুলের শুষ্কভাব দূর করে এবং ভঙ্গুরতা কমিয়ে চুল মজবুত করে তোলে।

ঢেউ খেলানো চুলে মাখুন ক্যাস্টর অয়েল বা জোজোবা অয়েল। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে এবং চুল ঘন দেখাবে। কমবে চুলের সমস্যাও।

চুল কোঁকড়ানো হলে বেছে নিন আমন্ড অয়েল। এই তেলে রয়েছে ভিটামিন এ, বি, ই ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি চুলের কোঁকড়াভাব বজায় রাখবে। 

ঘন মজবুত ভুলের যত্নে বেছে নিন নারকেল তেল। এই তেল পুষ্টিগুণে ভরপুর। যাবতীয় সমস্যা দূর করে চুলে জেল্লা ফিরিয়ে দেয়।