প্রাকৃতিক উপাদানই যখন ফেসওয়াশ

15 August 2023

ত্বকের যত্নে কেমিক্যাল-মুক্ত ফেসওয়াশ বেছে নেওয়া দরকার। তাই প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক পরিষ্কার করুন, যা পেয়ে যাবেন হেঁশেলেই। 

মধু সব ত্বকের জন্য উপকারী। মুখ পরিষ্কার করতে অল্প মধু নিয়ে ত্বকে মালিশ করুন। ২-৩ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও কোমল হয়ে উঠবে।

ত্বক পরিষ্কার ও স্ক্রাব করতে ওটস ব্যবহার করুন। ওটসে গোলাপ জল দিয়ে মুখে স্ক্রাব করুন। এটি মৃত কোষ ও সমস্ত ময়লা পরিষ্কার করে দেবে।

ত্বক পরিষ্কার করতে দুধের জুড়ি মেলা ভাব। সমস্ত মেকআপ, ময়লা এক নিমেষে পরিষ্কার করে দেয় দুধ। শুধু দুধ নিয়ে মুখে মালিশ করলেই কাজ শেষ। 

জলের পরিমাণ বেশি শসা। শসা কুড়ে নিয়ে মুখে মাখুন। তারপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিলেই পেয়ে যাবেন পরিষ্কার ত্বক।

শুষ্ক ত্বকের ক্লিনজার হিসেবে ব্যবহার করুন আমন্ড অয়েল, নারকেল তেল বা অলিভ অয়েল। যে কোনও তেল মাখলেই মুখ থেকে সমস্ত ময়লা উঠে যাবে।

তৈলাক্ত ত্বক পরিষ্কার করতে মুখে টক দই মাখুন। মুখের ময়লা পরিষ্কারের পাশাপাশি ট্যানও তুলে দেবে টক দই। পাশাপাশি বাড়বে জেল্লা।

পাকা কলাকে ম্যাশ করে মুখের উপর মালিশ করতে পারেন। তারপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পাবেন মসৃণ ত্বক।

প্রথমে মুখটা ভাল করে পরিষ্কার করে নিন। জলে তুলে ভিজিয়ে মুখ মুছে নিন। এরপর ফেসওয়াশ ব্যবহার করুন। এতে সমস্ত ময়লা উঠে যাবে।