পাকা চুলের সমাধান রয়েছে হেঁশেলে

11 August 2023

এখন অল্প বয়সেই চুলে পাক ধরছে। মাথাভর্তি কাঁচা-পাকা চুল চেহারায় বুড়োটে ভাব এনে দেয়। তাই পাকা চুল ঢেকে ফেলার উপায় জানা দরকার।

রুট টাচ-আপ দেওয়ার বদলে আপনি প্রাকৃতিক উপায়ে পাকা চুল ঢেকে ফেলুন। পাকা চুলের সমাধান লুকিয়ে রয়েছে আপনার হেঁশেলে। 

চুলের অকালপক্কতা দূর করতে বেশিরভাগ মানুষ হেনার সাহায্য নেয়। কিন্তু শুধু হেনা ব্যবহার করলে খুব বেশ উপকারিতা মেলে না।

জলে হেনার ভেজানোর সময় এর সঙ্গে ১ চামচ কফির গুঁড়ো মিশিয়ে দিন। তারপর এই মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ২ ঘণ্টা।

এই উপায়ে হেনা ব্যবহার করলে সহজেই পাকা চুলের সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া আপনি আরও একটি উপায়ে কফি ব্যবহার করুন।

কফি বানিয়ে নিন। তাতে আরও ৩-৪ চামচ কফির গুঁড়ো মিশিয়ে দিন। এবার এতে হেয়ার কন্ডিশনার মিশিয়ে নিন। তৈরি কফির হেয়ার মাস্ক।

শ্যাম্পু করে চুল মুছে নিন। তারপর কফি হেয়ার মাস্ক লাগান। এক ঘণ্টা রেখে জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতেই পাকা চুল কালো হয়ে যাবে।

পাকা চুল দূর করার সবচেয়ে ভাল উপায় হল কালো বা লিকার চা। প্রথমে চা পাতা জলে ভিজিয়ে নিন। তারপর ওই চুলে লাগিয়ে রেখে দিন। 

চা চুলে লাগানোর এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এতে আপনার চুলের অকালপক্কতা সহজেই দূর হয়ে যায়।