ভারতীয় দলের প্রবেশের মাপকাঠি ফিটনেস। কেরিয়ার দীর্ঘয়িত করতেও ফিটনেসই শেষ কথা। ক্যাপ্টেন থাকাকালীন এই মন্ত্রে সকলকে দীক্ষিত করেছিলেন বিরাট কোহলি
৩৪ বছরের বিরাট কোহলি চূড়ান্ত ফিট। চোট আঘাত খুব কম স্পর্শ করে তাঁকে। ফিটনেসে ক্রিকেট বিশ্বের অনুপ্রেরণা বিরাট। ইনস্টাগ্রামে প্রায়ই জিম সেশনের ভিডিয়ো পোস্ট করেন
অ্যাথলেটিকদের মতো চেহারা নভদীপ সাইনির। তাঁর সিক্স প্যাক অ্যাবস জানান দেয় ফিটনেসের প্রতি কতটা ডেডিকেটেড তিনি
বরাবরই রোগাপাতলা চেহারা হার্দিক পান্ডিয়ার। একটা সময় চোট আঘাত তাঁকে ভুগিয়েছে দীর্ঘদিন। বর্তমানে দলের অন্যতম ফিট ক্রিকেটার তিনি
পায়ে চোট পেয়ে দলের বাইরে ছিলেন চারমাস। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য জিমে রাতদিন কঠিন পরিশ্রম করেছেন। এশিয়া কাপে কামব্যক করতে তৈরি রাহুল
জাতীয় দলের যে ক্রিকেটারদের মধ্যে অন্যতম টোনড চেহারা জসপ্রীত বুমরার। সদ্য চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন। ফিটনেসের তাৎপর্য বুমরার চেয়ে ভালো আর কে বুঝবে?
জাতীয় দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম ফিট বডি শুভমন গিলের। ছবিতেই তার আন্দাজ পাওয়া যায়