চাঁদে সফল অবতরণ ভারতের চন্দ্রযান ৩-এর। টিভি, মোবাইলের পর্দায় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে সারা দেশ। এই গর্বের দিনে মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার একটি কিউট ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
ডাবলিন থেকে ভারতীয় দলের সদস্যরা চন্দ্রযান ৩-এ চোখ রেখেছিলেন। করতালি আর গালভরা হাসিই বলে দিচ্ছিল কতটা গর্বিত মেন ইন ব্লু-র সদস্যরা
চন্দ্রযান ৩-এর সফল ল্যান্ডিংয়ের অপেক্ষা করছিলেন দেশের টেনিস কুইন সানিয়া মির্জা। ঐতিহাসিক মুহূর্তটি মোবাইলে ক্যামেরাবন্দি করে রেখেছেন সানিয়া
সৌরভ গঙ্গোপাধ্যায় ইনস্টাগ্রামে লিখলেন, দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত। এটাই সবচেয়ে সেরা। ইসরোতে শুভেচ্ছা জানাই। একেই বলে চাঁদে পৌঁছে যাওয়া।
টিভির পর্দায় চোখ গেঁথে গিয়েছিল সচিন তেন্ডুলকরের। উত্তেজনার মুহূর্তে বসে থাকতে পারলেন না। দাঁড়িয়ে থেকে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ দেখলেন মাস্টার ব্লাস্টার
চন্দ্রায়ন ৩ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট লিখেছেন, তোমরা (চন্দ্রায়ন ৩ টিম) দেশকে গর্বিত করেছ। জয় হিন্দ
বহুতল ফ্ল্যাটের ব্যালকনি থেকে ছবিটি তুলেছেন অজিঙ্ক রাহানে। ক্যামেরা জুম করে চাঁদের ছবি তোলার চেষ্টা করলেন। ক্যাপশনে লিখেছেন, 'চাঁদের দেশে ঝলমল করছে ভারত'
জাতীয় দলের তারকা ক্রিকেটার জেমিমা রডরিগজের ইনস্টা স্টোরি। জেমি লিখেছেন, 'সত্যিই চাঁদে পৌঁছে গিয়েছিষ দেশের জন্য একটা গর্বের মুহূর্ত।'