ইমরান খানকে টপকে যে রেকর্ড গড়তে চলেছেন বাবর আজম
13 August 2023
Pic credit -
Babar Azam Twitter
পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানকে টপকে এক এলিট লিস্টের শীর্ষে বসতে চলেছেন পাক অধিনায়ক বাবর আজম।
পাক অধিনায়ক হিসেবে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে ওঠার সুযোগ রয়েছে বাবর আজমের সামনে।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ইমরান খান করেছেন ৫৬৫৫ রান।
পাক কিংবদন্তি ইমরান খানকে এই তালিকায় টপকে যাওয়ার জন্য বাবর আজমের প্রয়োজন আর ৪ রান।
২০১৫ সাল থেকে এখনও অবধি মোট ২৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাবর আজম। তাতে বাবর আজম করেছেন ১২৩৪৬ রান।
২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত বাবর আজম পাকিস্তানের হয়ে মোট ১১৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
পাক দলকে যে ১১৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম, তাতে তিনি করেথেন ৫৬৫২ রান।
বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান এখনও অবধি জিতেছে ৬৯টি, ৩৭টি হার, ১টি টাই, ৪টি ড্র ও ৬টি ম্যাচ অমীমাংসিত।
আসন্ন এশিয়া কাপে বাবর আজমের সামনে সুযোগ থাকছে ইমরান খানকে টপকে যাওয়ার।
বাবর আজম বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন।
আরও পড়ুন