ভারতের ক্যারিবিয়ান সফরের টেস্ট সিরিজ শেষ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া।
এ বার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের পালা। দুই দেশ এ বার খেলবে তিন ম্যাচের ওডিআই সিরিজ।
২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ।
ওডিআই ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনের সামনে ভারত অধিনায়ক রোহিত শর্মা।
এই মাইলস্টোন গড়ার জন্য আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে রোহিতকে করতে হবে ১৭৫ রান।
ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে রোহিত শর্মা এই মাইলস্টোন স্পর্শ করবেন।
সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিং ধোনি অতীতে এই রেকর্ড গড়েছেন।
এখনও অবধি রোহিত ২৪৩টি ওডিআই ম্যাচে ৯৮২৫ রান করেছেন। তাতে রয়েছে ৩০টি শতরান ও ৪৮টি অর্ধশতরান।
সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে দারুণ ছন্দে ছিলেন রোহিত শর্মা। এ বার দেখার তিনি ওডিআই সিরিজে কেমন পারফর্ম করেন।