21 August 2023

অবিবাহিত হয়ে এই কাজে নিষেধ, তড়িঘড়ি বিয়ে করেন অমিতাভ-জয়া

১৯৭৩ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন , হঠাাৎ করেই বিয়ে করেছিলেন তাঁরা 

বিবাহিত জীবনের ৫০টা বছর পার করে ফেলেছেন তাঁরা কিছুদিন আগেই , সে উপলক্ষে একটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়

কীভাবে হয়েছিল প্রেম? ফিরে দেখা যাক সেই কাহিনী , শুনলে কিন্তু চমকে যেতেই পারেন, তা হার মানাবে রূপকথাকেও 

কেরিয়ার শুরুতে জয়া ছিলেন অমিতাভের থেকে প্রতিষ্ঠিত, অমিতাভ তখন সবে বলিউডে পা রেখেছেন, হাতে কাজ খুব একটা বেশি ন য় 

১৯৭১ সালে 'গুড্ডি' ছবির সেটে প্রেম হয় দু'জনের । দীর্ঘকায় অমিতাভকে দেখে প্রেম পড়েন জয়া... 

অমিতাভ-জয়ার 'জঞ্জির' মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে, তাঁরা ঠিক করে বেড়াতে যাবেন বিদেশে, বাড়িতে যান সেইমতোই  

কিন্তু অবিবাহিত হয়ে একসঙ্গে বাইরে যাওয়ায় আপত্তি জানান অমিতাভ বচ্চনের বাবা

বাবা হরিবংশ রাই বচ্চনের নির্দেশে তড়িঘড়ি ঠিক হয়ে যায় তাঁদের বিয়ে, পরিবারের লোকেরাও খুশি 

বিয়ের পর রাতেই লন্ডনে উড়ে যান অমিতাভ-জয়া, সেটিই ছিল একসঙ্গে তাঁদের প্রথম ট্যুর, সেই একসঙ্গে পথ চলা আজও চলছে, আজও ভালবাসায় আছেন তাঁরা