রান্নাঘরে তেল-মশলা-জল সবই ব্যবহার করা হয়। এবার রোজ রান্না হয় বলে ধোঁয়া, তেলে রান্নাঘর চিটচিটে হয়েই থাকে। সে যতই চিমনি বা এক্সহস্ট ফ্যান থাকুক না কেন
রান্নাঘরে মশলার কৌটো, স্ল্যাব এসব রোজ ধোওয়া-মোছা হলেও সুইচ বোর্ডে সচরাচর কেউ হাত দেন না। ইলেকট্রিকের জিনিসে জল হাতে হাত দেওয়াটাও নিরাপদ নয়
সুইচবোর্ড, প্লাগ এসব দিনের পর দিন তেলের ছিটেয় চিটচিটে হতেই থাকে। অনেক বাড়িতেই মাসে একবারও যে এই সুইচ বোর্ড পরিষ্কার করা হয় এমনটাও নয় । সকলেই ভাবেন কী করে পরিষ্কার করবেন
আর তাই আজ রইল দারুণ কিছু টিপস। এভাবে সুইচ বোর্ড পরিষ্কার করে নিলে দ্রুত তেল-মশলা উঠে আসে। চিটচিটে ভাবও থাকবে না। নিজের সুরক্ষার জন্যই এই সুইচ পরিষ্কার করে রাখা দরকার
সুইচ বোর্ড পরিষ্কার করার আগে বিদ্যুৎ এর মেন পাওয়ার বন্ধ করুন। এর পরে, সুইচ বোর্ডের সমস্ত সুইচগুলিও বন্ধ করুন। আর কাজ শুরুর আগে হাতে একটা গ্লাভস পরে নিতে ভুলবেন না
একটি পাত্রে ৩-৪ চামচ শেভিং ক্রিম নিন। এবার একটি টুথব্রাশ বা ক্লিনিং ব্রাশ শেভিং ক্রিমে ডুবিয়ে সুইচ বোর্ডে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর ক্লিনিং ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন
এবার শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিতে হবে। বেকিং সোডা, লেবুর রস মিশিয়েও পরিষ্কার করে নিতে পারেন।
প্রথমে একটি পাত্রে ৩-৪ চামচ লেবুর রস দিন। এবার এতে ১/২ চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন
এরপর মিশ্রণে ব্রাশটি ডুবিয়ে সুইচ বোর্ডে লাগান। ২০ মিনিট পর ক্লিনিং ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন