মুসুর ডাল কি খাওয়া ভাল?

14 August 2023

Pic credit - Freepik

বাঙালির কাছে ডাল মানেই মুসুর ডাল। সপ্তাহে বেশ কয়েকদিন এই ডাল খাওয়া হয় বাঙালি বাড়িতে

শরীরে জন্য ভীষণই উপকারি এই ডাল। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, যা চোখের স্বাস্থ্যের খেয়াল রাখে

এছাড়া মুসুর ডালে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ সব উপাদান

শরীর থেকে খারাপ কোলেস্টরল কে বের করে দেয় এই ডাল

এতে ভরপুর ক্য়ালসিয়াম থাকায় হাড়ের স্বাস্থ্যকেই সুরক্ষিত রাখে

ত্বকের জন্যও দারুণ উপকারি এই ডাল

ত্বকের বলিরেখা মেটাতেও সাহায্য করে মুসুর ডাল

মুসুর ডাল বেটে ত্বকে লাগালে উপকার পাবেন

শরীর সুস্থ রাখতে রোজ এক বাটি করে মুসুর ডাল খান