কলার খোসার গুণেই কাছে ঘেঁষবে না রোগভোগ

14 August 2023

কলা খাওয়া শরীরের জন্য ভাল। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা শরীরের জন্য ভীষণই প্রয়োজনীয়

তবে শুধু কলাই নয়, কলার খোসাও শরীরের জন্য সমান উপকারি

কলার খোসায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আর ফাইবার কোষ্ঠকাঠিন্য ও ডায়ারিয়ার সমস্য়া মেটায়

এছাড়া এই খোসাতে ভিটামিন ই থাকে যা চোখ ভাল রাখতে সাহায্য করে

কলার খোসা খেলে শরীরে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বাড়ে। যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে

কিন্তু কীভাবে খাবেন? কলা খোসা বেক করে খেতে পারেন

এছাড়া স্মুদির মধ্যে পেস্ট করেও দিতে পারেন

এছাড়া স্যালাডেও কলার খোসা যোগ করলে মন্দ লাগবে না

দুধের সঙ্গে কলার খোসা ও ওটস দিয়ে স্মুদি বানিয়েও খেতে পারেন