বর্ষা আসতেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

মশা থেকে বাঁচতে  ধূপ, ধুনো, স্প্রে - বহু উপায় অবলম্বন করে মানুষ

কিন্তু এগুলি সরাসরি প্রভাব পড়ে শরীরের উপর

জানালা, দরজা বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পর জানালা খুলে দিন

তাই জেনে নিন মশা তাড়ানোর কিছু ঘরোয়া উপায়

জানালা, দরজা বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পর জানালা খুলে দিন

সূর্য ডোবার আগেই ঘরের কোণে এক টুকরো কর্পূর জ্বালিয়ে দিন

মশা তাড়াতেও বেশ কার্যকর ক্যাটনিপ অয়েল

 ধুনোর সঙ্গে নিমপাতা গুঁড়ো মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন

মশা তাড়াতে ঘরে পিপারমিন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান

লেমন ইউক্যালিপটাস তেলও ব্যবহার করতে পারেন। কাজ হবে