রোজ এভাবে তুলসি খান, অসুখ-বিসুখ দূর হটান!
21 August 2023
রূপচর্চা থেকে শুরু করে শরীরচর্চা সবেতেই খুব ভাল কাজে আসে তুলসীপাতা। এখনও পর্যন্ত কফ-কাশির সেরা ওষুধ
তুলসী গাছের সঙ্গে হিন্দুদের অনেক ভাবে যোগসূত্র রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে এই পাতার একাধিক উপকারিতা রয়েছে
এখনও সর্দি-কাশি হলে সকালে তুলসী পাতা আর মধু খাওয়ানো হয়। সারাবছর তুলসী পাতা খেলে একাধিক রোগ সমস্যা থেকেও দূরে থাকা যায়
আগে সব বাড়িতে আলাদা করে তুলসি তলা থাকত। সকাল-সন্ধ্যে সেখানে পুজো হত, প্রদীপ-ধূপ জ্বালানো ছিল রোজকার কাজ
ফ্ল্যাটবাড়িতে জায়গা কম থাকায় ওভাবে তুলসীতলা না থাকলেও তুলসী গাছ থাকে। বাড়িতে তুলসী গাছ থাকলে দেখতে ভাল লাগে আর বাতাসও শুদ্ধ হয়
হিন্দু ধর্মে এই তুলসীর স্থান সবার উপরে। লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয় তুলসীর। যে কারণে নারায়ণ পুজোয় অপরিহার্য তুলসী পাতা
তুলসী পাতা কাঁচা অথবা শুকনো এই দুই অবস্থাতেই খাওয়া যেতে পারে। পেটের যে কোনও সমস্যার জন্য খুব ভাল। কোলেস্টেরল কমাতেও সাহায্য করে
ফুসফুসে কম জমেছে? এক্ষেত্রেও কাজে লাগান তুলসী পাতা। গরম জলে তুলসি পাতা, আদা দিয়ে ফুটিয়ে চা বানিয়ে খান
মাথা ধরে রয়েছে? গরম জলে কয়েকটা তুলসি পাতা ফেলে ভাপ নিন। কিছুক্ষণের মধ্যেই মাথা ধরার সমস্যা কমে যাবে
আরও পড়ুন