পুজোতে বিশেষ গুরুত্ব রয়েছে আরতির
রোজ বাড়িতে কর্পূরের আরতি করতে পারলে খুবই ভাল
শাস্ত্র অনুসারে সব নিয়ম মেনে আরতি করলে প্রচুর উপকার লাভ করা যায়
আরতি কথাটি এসেছে সংস্কৃত শব্দ আরতিকা থেকে, এই আরতিকা শব্দের অর্থ দুর্ভাগ্য, বিপর্যয়, বাধা, কষ্ট, দুঃখ
আরতির বিশেষ আলোতে বিগ্রহের সমস্ত অঙ্গের প্রতি আমাদের দৃষ্টি যায়, ফলে ঈশ্বর বেশি প্রসন্ন হন
আরতি প্রদীপ থেকে নির্গত ধোঁয়ায় জীবাণু ও অশুদ্ধির নাশ হয় বলে মনে করা হয়
আরতির প্রদীপ থেকে বেরনো ধোঁয়া ও আলোয় সব অশুভ শক্তিকে দূর করাই হল প্রধান লক্ষ্য