মুখের যত্ন কমবেশি সবাই করেন
কিন্তু গলা বা ঘাড়ের পরিচর্যা কজন করেন?
খেয়াল করে দেখবেন অনেকেরই গলায় বা ঘাড়ে মোটা কালো দাগ দেখা যায়
এই সমস্যা থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পাবেন কী করে?
অ্য়ালোভেরাতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। যা এই সমস্য়া থেকে মুক্তি দেয়
অ্যাপেল সাইডার ভিনেগার ত্বকের PH লেভেল বজায় রাখতে সহায়তা করে। এতে ম্যালিক অ্যাসিডের উপস্থিতি, ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বক উজ্জ্বল করে তোলে
আলুতে রয়েছে ব্লিচিং উপাদান, যা ঘাড়ের কালো দাগ হালকা করে
বেকিং সোডা ঘাড়ের ময়লা তুলতে সাহায্য করে। জলের সঙ্গে গুলে বেকিং সোডা লাগানসবাই করেন
এছাড়া লাগান টকদই ও লেবুর রস