স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বিস্কুট, চানাচুর, নিমকি নেতিয়ে যায়।
এয়ার টাইট কৌটোতে স্ন্যাকস রাখুন। নাহলে নেতিয়ে যাবে।
কিন্তু কৌটোর ঢাকনা আলগা থেকে গেলে স্ন্যাকস নিঙিয়ে যেতে পারে।
তাই স্ন্যাকস মুচমুচে রাখতে আপনাকে মানতে হবে সহজ টোটকা।
প্লাস্টিকের বদলে কাচের জারে স্ন্যাকস সংরক্ষণ করুন।
স্যাঁতসেঁতে জায়গা থেকে স্ন্যাকস দূরে রাখুন। এতে নেতিয়ে যাবে না।
জার এমন জায়গায় রাখবেন না, যেখানে রোদ এসে পড়ে।
সব স্ন্যাকস একসঙ্গে রাখবেন না। বিভিন্ন জারে এক-একটি স্ন্যাকস রাখুন।
ফ্রিজেও বিস্কুট, চানাচুর, নিমকি সংরক্ষণ করতে পারেন। মুচমুচে থাকবে।