বর্ষায় বাড়িয়ে যে কোনও পোকামাকড়ের উপদ্রব বাড়ে। ইদানিং কালে বাড়িতে বেড়েছে পিঁপড়ের জ্বালাতন। এদিক থেকে ওদিক হলেই মুশকিল
বাইরে কোনও খাবার পড়ে থাকলে প্রথমেই পিঁপড়েরা সেখানে থাবা বসায় খাবারের খোঁজে। ইদানিং সিংকে বাসন রাখলে সেখানেও পিঁপড়ে হচ্ছে
ভুল করে বাইরে যদি কেক, বিস্কুট এসব থেকে যায় তাহলে তো কোনও কথাই নেই। পিঁপড়ের নজর থেকে এই সব খাবার বাঁচিয়ে রাখা খুবই মুশকিলের
লক্ষণ গন্ডিতে কিছুতেই পিঁপড়ে আটকানো যায় না। এমনকী সব সময় কেরোসিন দিয়েও যে কাজ হয় এমনটা নয়। তাই রইল কিছু ঘরোয়া টোটকার খোঁজ
খেজুর অত্যান্ত উপকারী একটি ফল। এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাসিয়াম, অ্যান্টঅক্সিডেন্ট রয়েছে। প্রাকৃতিক শর্করার একটি ভাল উত্স, এগুলিকে একটি শক্তিবৃদ্ধির দারুন উৎস
ভিনিগার ও জলের মিশ্রণ পিঁপড়ে তাড়াতে চমৎকার কাজ করে। ভিনিগার ও জল ১:১ অনুপাতে মিশিয়ে সমস্ত সম্ভাব্য প্রবেশ স্থানে স্প্রে করুন। বিশেষত পিঁপড়ের গর্তে
পিঁপড়ে আবার পুদিনার গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আর তাই পুদিনার তেল স্প্রে করলে সেই গন্ধে পিঁপড়ে দূরে পালায়
এই মশলাটি রান্নায় পড়লে স্বাদ বেড়ে যায় তবে পিঁপড়ে এই মশলার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। দারুচিনির তেল আর জল মিশিয়ে স্প্রে করতে পারেন
লেবু, জল আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা পিঁপড়ের উপর স্প্রে করুন। এতেও পিঁপড়ে পিছু হঠবে। বাড়িতে স্প্রে বোতলে বানিয়ে রেখে দিন
মিষ্টির প্রতি পিঁপড়ে যেমন আকৃষ্ট হয় তেমনই নুন দেখলে দূরে পালায়। গোলমরিচ আর নুন মিশিয়ে ছিটিয়ে দিলে পিঁপড়ে ধারেকাছেও আসে না, কাজ হতে বাধ্য