14August 2023
পাস্তা জল ফেলে না দিয়ে কাজে লাগান এভাবে
পাস্তা খেতে পছন্দ করেন কমবেশি বাচ্চা থেকে বুড়ো সকলেই
ব্রেকফাস্টে বা বিকেলের খাবারে পাস্তা হলে আর কিচ্ছু লাগে না
বেশীরভাগ মানুষই পাস্তা সেদ্ধ করে জলটা ফেলে দেন
এই জলকে আরও অনেক কাজে লাগানো যায়, তা হয়তো অনেকেই জানেন না
পাস্তা সেদ্ধ জল স্টার্চ পূর্ণ হয়। এছাড়াও, এই জল খনিজ ও ভিটামিন সমৃদ্ধ, যা গাছপালা এবং ফুলের বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক
তাই পাস্তা সিদ্ধ জল ফেলে না দিয়ে আপনার বাগানের গাছাপালায় দিন
পিৎজার ময়দা মাখার সময়ে যদি পাস্তা সেদ্ধ করা জলটি ব্যবহার করেন, তা হলে পিৎজার ব্রেডটি নরম, তুলেতুলে হবে
সাধারণ জলে ভাত রান্নার পরিবর্তে, পাস্তা সেদ্ধ করা জল ব্যবহার করুন। এতে ভাত আরও সুস্বাদু হবে
পা ব্যথা কমাতেও সাহায্য করে পাস্তা সেদ্ধ করা জল
আরও পড়ুন