পাইপ আটকে জল জমে গিয়েছে? রইল উপায়

15 August 2023

অনেক সময় রান্নাঘরের সিঙ্ক বা ড্রেনে আবর্জনা আটকে যাওয়ার কারণে আটকে যায়

ফলে জল বের হতে সমস্যা হয়। পাইপ জমে জল আটকে যায়

কীভাবে পরিষ্কার করলে কলের পাইপ পরিষ্কার থাকবে জানা আছে? জানুন...

ড্রেন ব্লক খুলতে, এতে ফুটন্ত জল ঢেলে দিন। মনে রাখবেন দুই ধাপে জল ঢালবেন

পাইপে জমে থাকা জঞ্জাল, ময়লা এবং আটকে থাকা চুল গরম জলে ধুয়ে যাবে

নুন এবং বেকিং সোডার সংমিশ্রণ ড্রেনের বাধা দূর করার একটি কার্যকর উপায়

 এর জন্য আধ কাপ লবণের সঙ্গে আধা কাপ বেকিং সোডা মিশিয়ে ড্রেনে ঢেলে দিন

এবার সারারাত অপেক্ষা করুন। সকালে উঠে দেখবেন একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে পাইপ

এছাড়া কাঠি দিয়েও পাইপ পরিষ্কার করে নিচে পারেন