মোহনবাগান সমর্থকদের দীর্ঘদিনের লড়াইয়ের পর, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিন সরে যায় 'এটিকে'।

দীর্ঘদিন ধরে মোহনবাগানের ফ্যানেরা ক্লাবের নতুন লোগো দেখার অপেক্ষায় ছিলেন। 

এটিকে সরে যাওয়ার পর প্রকাশ্যে এল মোহনবাগানের নতুন লোগো।

নতুন মরসুম থেকে ক্লাবের নতুন নাম হয়েছে 'মোহনবাগান সুপার জায়ান্ট'।

সবুজ-মেরুন শিবিরের নতুন লোগো দেখে ভীষণ খুশি ফ্যানেরা।

মোহনবাগান থেকে 'এটিকে' বাদ হওয়ার পর নতুন লোগোতে ফিরেছে ক্লাবের প্রতিষ্ঠা সাল।

 সবুজ-মেরুনের নতুন লোগোর পালতোলা নৌকায় ১৮৮৯ সাল ফিরেছে।

এমবিএসজির নতুন লোগোর মধ্যে রয়েছে ১৮৮৯ লেখা পালতোলা নৌকা। ওপরে লেখা মোহনবাগান। আর নীচে সুপার জায়ান্ট।