অনিক্স বা গোমেদ পাথর খুবই গুরুত্বপূর্ণ। এই রত্ন পরলে রাহুর প্রভাব থেকে দূরে থাকা যায়। রত্নশাস্ত্র অনুসারে, গোমেদ রত্ন পাথর রাহু গ্রহের সঙ্গে সম্পর্কিত। রাহু গ্রহের শুভ ফল পেতে এই পাথরের ব্যবহার অত্যন্ত শুভ।
রত্ন জগতে গোমেদের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রত্ন রাহুর শান্তিপূর্ণ প্রভাব আনতে সাহায্য করে। জীবনে যদি রাহুর অশুভ প্রভাব বেশি থাকে, তাহলে শিবলিঙ্গে গোমেদ অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়।
অনিক্স বিভিন্ন আকারে পাওয়া যায়। সেরা গোমেদকে সিলোনিজ হিসাবে বিবেচনা করা হয়। এই প্রকারের গোমেদ পাওয়া যায় শুধুমাত্র শ্রীলঙ্কায়।
গোমূত্রের রঙও ভীষণ আকর্ষণীয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাদের রাশি ও আরোহণ বৃষ, মিথুন, কন্যা, তুলা বা কুম্ভ, সেই রাশির জাতক-জাতিকারা গোমেদ পরতে পারেন।
অন্যদিকে রাহু যদি রাশির কেন্দ্রে বসে থাকে তাহলে গোমেদ পরা শুভ বলে মনে করা হয়। রাহু গ্রহ কুণ্ডলীতে উচ্চপদস্থ হলেও গোমেদ পাথর পরার প্রয়োজন নেই।
রাহু মহাদশার সময় যদি রাহু অনুকূল ঘরে থাকে, তবে আপনি এই গোমেদ পাথরটিও পরতে পারেন। গোমেদ পরলে রুবি, মুক্তো পরবেন না। একযোগে ক্ষতিকারক হতে পারে। কারণ সূর্য ও চন্দ্রের সঙ্গে রাহু গ্রহের শত্রু।
গোমেদ পরতে হলে মেনে চলতে হয় বেশ কয়েকটি নিয়ম-কানুন। শাস্ত্র মতে রত্ন পরলে যেকোনও গ্রহের অশুভ প্রভাব কমানো যায়। তবে রাশিফল বিশ্লেষণ করেই রত্ন পরিধান করা উচিত। কেউ দুর্বল গ্রহের রত্নপাথর পরলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে।
অন্যদিকে, যদি গোমেদ পরতেই হয়, তাহলে এর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন। গোমেদ রত্ন পাথরটিকে রাহু গ্রহের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়।