উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরটি মন্দাকিনী নদীর কাছে গাড়ওয়াল হিমালয়ে অবস্থিত। অলৌকিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই শিব মন্দিরটি দিনের বেলায় নয়, রাতেই যেন সেজে ওঠে আলোর বন্যায়।
ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হল তামিলনাড়ুর বৃহদিশ্বর মন্দির। এখানে ভগবান শিবে অধিষ্ঠিত। এটি স্থাপত্য মহিমা, সমৃদ্ধ ইতিহাস ও আধ্যাত্মিক তাত্পর্যের জন্য বিখ্যাত।
তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত মীনাক্ষী আম্মান মন্দিরে অধিষ্ঠিত দেবী পার্বতীর অবতার দেবী মীনাক্ষী। রয়েছেন সহধর্মী ভগবান সুন্দরেশ্বরও। শিল্প ও স্থাপত্যের আধার এই মন্দির দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সমৃদ্ধির প্রতিফলক।
শ্রীকৃষ্ণকে উত্সর্গীকৃত গুজরাতের শ্রী দ্বারকাধীশ মন্দির গোমতী নদী ও আরব সাগরের তীরে অবস্থিত। এই মন্দিরটি যেমন আধ্যাত্মিকতার পীঠস্থান তেমনি প্রাকৃতিক পটভূমিও।
ওড়িশার কোনার্ক সূর্য মন্দিরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সূর্য দেবতাকে উত্সর্গ করে এই প্রাচীন মন্দিরটি ভারতের স্থাপত্যের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়।
উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিন্দু তীর্থস্থান হল কাশী বিশ্বনাথ মন্দির। গঙ্গার ঘাটে সন্ধ্যের মুখে অনুষ্ঠিত মন্ত্রমুগ্ধ গঙ্গারতি দেখলে মন উজাড় হয়ে যায়।
বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। মনে করা হয়, ভগবান শিবের পবিত্র আবাস এখানেই। ভোরবেলায় ভস্ম আরতি হল এখানকার প্রধান আকর্ষণ।