রাহুর মহাদশা যে কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে ১৮ বছর স্থায়ী হয়। যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুভ অবস্থানে থাকে তবে সেই ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়।
জ্যোতিষ অনুযায়ী মানুষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমকা রাখে রাহু। তবে সবসময়ই যে রাহু খারাপ তা নয়, অনেক সময় এই গ্রহের কৃপায় উন্নতির শিখরে ওঠে মানুষের জীবন।
হিন্দু শাস্ত্র অনুযায়ী রাহু হল দুষ্টু প্রকৃতির। পুরাণ অনুযায়ী, ছল করে সমুদ্র মন্থন থেকে ওঠা অমৃত খেয়ে অমরত্ব লাভ করেছিল রাহু।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহুকে অশুভ গ্রহ হিসেবেই দেখা হয়।
রাহু যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে অশুভ অবস্থানে থাকে তবে সেই ব্যক্তি খারাপ অভ্যাসের শিকার হন।
কিন্তু বিষ্ণুর সুদর্শন চক্রের কারণে রাহুর ধড় আর মুণ্ড আলাদায় হয়ে যায়।
যদি আপনার কুন্ডলীতে রাহু দোষ থাকে, তাহলে অবশ্যই নিষ্ঠা ভরে ভগবান শিবের পূজা করুন।
রাহু দোষকে শান্ত করতে, বুধবার কুকুরকে মিষ্টি রুটি খাওয়াতে পারেন।
রাহু দোষ কমাতে, স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন।