ব্রণ কমলেও ব্রণর দাগ পিছু ছাড়তে চায় না। ব্রণ দাগ দূর করতে মানতে হবে সঠিক স্কিন কেয়ার রুটিন।
ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—এই ৩ ধাপ বাদ দিলে চলবে না।
রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সপ্তাহে দু'দিন ত্বক এক্সফোলিয়েট করতে হবে, কিন্তু হালকা স্ক্রাব ব্যবহার করে।
ভিটামিন সি সিরামের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ভিটামিন সি দাগছোপ দূর করে দেয়।
কিন্তু এগুলো মেনে চললে যে ব্রণর দাগ নিমেষে দূর হবে, তা নয়। ফেসপ্যাকের সাহায্য নিন।
ফেসপ্যাক বানাতে বেসন, টক দই, হলুদ গুঁড়ো ও ঘি একসঙ্গে মিশিয়ে নিন।
এতে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন।
সপ্তাহে ১ বার এই ফেসপ্যাক ব্যবহার করলেই ধীরে ধীরে উধাও হয়ে যাবে ব্রণর দাগ।