WhatsApp একটি নতুন ফিচার নিয়ে আসছে, যার নাম স্ক্রিন-শেয়ারিং।
নিচের নেভিগেশন বারে এই ফিচারটি যোগ করা হচ্ছে।
আপাতত, অ্যান্ড্রয়েডের জন্য বিটা টেস্টাররাই এই ফিচারের স্বাদ নিতে পারবেন।
WABetaInfo-র তথ্য অনুযায়ী, এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার করতে পারবেন।
এই নতুন ভার্সন ইনস্টল করলেই নেভিগেশন বারে একাধিক পরিবর্তন দেখতে পাবেন কাস্টমাররা।
চ্যাট, কল, কমিউনিটি, স্টেটাসের পাশাপাশিই দেখা যাবে অপশনটি।
এছাড়া আরও একটি 'হোয়াটসঅ্যাপ ইউজারনেম' নামক ফিচার নিয়ে আসছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের একটি অনন্য এবং স্মরণীয় ইউজারনেম দিতে পারবেন।