Budget 2022: আসন্ন বাজেট নিয়ে আশায় বুক বাঁধছে স্বাস্থ্য ক্ষেত্র, জানুন বাজেট ঘিরে তাদের আশা

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

Jan 19, 2024 | 1:00 PM

Budget 2022: লিবার্টি জেনারেল ইন্স্যুরেন্সের সিইও এবং হোলটাইম ডিরেক্টর রূপম আস্থানার মতে, মহামারী থেকে উদ্ভুত অনিশ্চয়তার কারণে, নিজেকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্য বীমা একটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। বর্তমানে এটি আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। অতএব, সরকারের উচিত স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর প্রযোজ্য জিএসটিতে ১৮ শতাংশ থেকে কমিয়ে আনা।

1 / 5
হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কোভিড পরিস্থিতি থেকে একটু একটু করে ঘুরে দাঁড়ানো দেশের মানুষের এই বাজেট ঘিরে একরাশ প্রত্যাশা রয়েছে। যেহেতু এখনও অতিমারীর পরিস্থিতি চলছে গোটা দেশজুড়ে, তাই স্বভাবতই স্বাস্থ্য বাজেট নিয়ে দেশের মানুষের প্রত্যাশা একটু বেশিই থাকবে।

হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কোভিড পরিস্থিতি থেকে একটু একটু করে ঘুরে দাঁড়ানো দেশের মানুষের এই বাজেট ঘিরে একরাশ প্রত্যাশা রয়েছে। যেহেতু এখনও অতিমারীর পরিস্থিতি চলছে গোটা দেশজুড়ে, তাই স্বভাবতই স্বাস্থ্য বাজেট নিয়ে দেশের মানুষের প্রত্যাশা একটু বেশিই থাকবে।

2 / 5
আসন্ন বাজেট ঘিরে আশার রয়েছে দেশের বীমা সংস্থাগুলিরও।  বীমা সংস্থাগুলি যাতে আরও বেশি লোককে বীমার আওতায় নিয়ে আসতে পারে, তার জন্য আনার জন্য আসন্ন কেন্দ্রীয় বাজেটে আয়কর আইনের ৮০ সি ধারার আওতায় বীমা প্রিমিয়াম দেওয়ার জন্য ১ লাখ টাকার পৃথক ছাড়ের দাবি তোলা হয়েছে। এর পাশাপাশি, স্বাস্থ্য বীমার উপর পণ্য ও পরিষেবা কর (GST) বর্তমান ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবিও তুলছে বীমা সংস্থাগুলি। যাতে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা যাতে আরও সাশ্রয়ী হতে পারে, সেই জন্যই এই আবেদন জানাচ্ছেন।

আসন্ন বাজেট ঘিরে আশার রয়েছে দেশের বীমা সংস্থাগুলিরও। বীমা সংস্থাগুলি যাতে আরও বেশি লোককে বীমার আওতায় নিয়ে আসতে পারে, তার জন্য আনার জন্য আসন্ন কেন্দ্রীয় বাজেটে আয়কর আইনের ৮০ সি ধারার আওতায় বীমা প্রিমিয়াম দেওয়ার জন্য ১ লাখ টাকার পৃথক ছাড়ের দাবি তোলা হয়েছে। এর পাশাপাশি, স্বাস্থ্য বীমার উপর পণ্য ও পরিষেবা কর (GST) বর্তমান ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবিও তুলছে বীমা সংস্থাগুলি। যাতে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা যাতে আরও সাশ্রয়ী হতে পারে, সেই জন্যই এই আবেদন জানাচ্ছেন।

3 / 5
কানারা এইচএসবিসি ওবিসি লাইফ ইন্স্যুরেন্সের চিফ ফিনানসিয়াল অফিসার তরুণ রাস্তোগি বলেন, শিল্পের নীতিনির্ধারকদের কাছ থেকে দীর্ঘদিনের একটি আশা রয়েছে যে ৮০ সি ধারার আওতায় জীবন বীমা নেওয়ার জন্য লোকেদের আরও বেশি উৎসাহিত করা। কমপক্ষে এক লাখ টাকার আলাদা ছাড়ের আশা করা হচ্ছে। উল্লেখ্য, বীমা প্রিমিয়াম দেওয়ার জন্য বর্তমানে আইটি ডিডাকশনের ধারা ৮০ সি অনুযায়ী ছাড়ের সীমা হল দেড় লাখ টাকা।

কানারা এইচএসবিসি ওবিসি লাইফ ইন্স্যুরেন্সের চিফ ফিনানসিয়াল অফিসার তরুণ রাস্তোগি বলেন, শিল্পের নীতিনির্ধারকদের কাছ থেকে দীর্ঘদিনের একটি আশা রয়েছে যে ৮০ সি ধারার আওতায় জীবন বীমা নেওয়ার জন্য লোকেদের আরও বেশি উৎসাহিত করা। কমপক্ষে এক লাখ টাকার আলাদা ছাড়ের আশা করা হচ্ছে। উল্লেখ্য, বীমা প্রিমিয়াম দেওয়ার জন্য বর্তমানে আইটি ডিডাকশনের ধারা ৮০ সি অনুযায়ী ছাড়ের সীমা হল দেড় লাখ টাকা।

4 / 5
এডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্সের সিইও সুব্রজিত মুখোপাধ্যায় বলেন, “আমরা আশা করি যে বাজেটে জীবন বীমা প্রিমিয়াম দেওয়ার উপর করের জন্য একটি পৃথক বিভাগ তৈরি করার কথা বিবেচনা করা হবে৷” এজিয়াস ফেডারেল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ভিগনেশ শাহানের মতে, “৮০ সি ধারায় বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সহ বেশ কয়েকটি বিনিয়োগকে কভার করে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, বীমা প্রিমিয়াম দেওয়ার উপর করের জন্য একটি পৃথক বিভাগ ভাল হবে।”

এডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্সের সিইও সুব্রজিত মুখোপাধ্যায় বলেন, “আমরা আশা করি যে বাজেটে জীবন বীমা প্রিমিয়াম দেওয়ার উপর করের জন্য একটি পৃথক বিভাগ তৈরি করার কথা বিবেচনা করা হবে৷” এজিয়াস ফেডারেল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ভিগনেশ শাহানের মতে, “৮০ সি ধারায় বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সহ বেশ কয়েকটি বিনিয়োগকে কভার করে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, বীমা প্রিমিয়াম দেওয়ার উপর করের জন্য একটি পৃথক বিভাগ ভাল হবে।”

5 / 5
লিবার্টি জেনারেল ইন্স্যুরেন্সের সিইও এবং হোলটাইম ডিরেক্টর রূপম আস্থানার মতে, মহামারী থেকে উদ্ভুত অনিশ্চয়তার কারণে, নিজেকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্য বীমা একটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। বর্তমানে এটি আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। অতএব, সরকারের উচিত স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর প্রযোজ্য জিএসটিতে ১৮ শতাংশ থেকে কমিয়ে আনা।

লিবার্টি জেনারেল ইন্স্যুরেন্সের সিইও এবং হোলটাইম ডিরেক্টর রূপম আস্থানার মতে, মহামারী থেকে উদ্ভুত অনিশ্চয়তার কারণে, নিজেকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্য বীমা একটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। বর্তমানে এটি আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। অতএব, সরকারের উচিত স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর প্রযোজ্য জিএসটিতে ১৮ শতাংশ থেকে কমিয়ে আনা।

Next Photo Gallery