Television Price: মধ্যবিত্তের জন্য সুখবর, বাজেটে ঘোষণার পরই এক ধাক্কায় অনেকটাই কমবে টিভির দাম

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

Jan 19, 2024 | 12:52 PM

Union Budget 2023: ইলেকট্রনিক উৎপাদকরা জানিয়েছেন, এলইডি টিভির দাম ১ থেকে ১.৫ শতাংশ কমতে পারে। এতে দেশীয় প্রযুক্তিতে টিভি উৎপাদনও বাড়বে।

Television Price: মধ্যবিত্তের জন্য সুখবর, বাজেটে ঘোষণার পরই এক ধাক্কায় অনেকটাই কমবে টিভির দাম
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: বুধবারই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023)। মধ্যবিত্তদের চাহিদার কথা মাথায় রেখেই এবারের বাজেট তৈরি করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। প্রতিবারই বাজেটে সবথেকে বেশি নজর থাকে কী কী পণ্যের দাম কমল, কী কী পণ্যের দাম বাড়ল, তার উপরে। এবারের বাজেটে একদিকে যেমন সোনা-রুপোর দাম (Gold-Silver Price) বাড়ানোর ঘোষণা করা হয়েছে, তেমনই আবার টিভি(TV), মোবাইলের (Mobile) মতো ইলেকট্রনিক পণ্য়ের দাম কমবে বলে জানানো হয়েছে। বাজেটের ঘোষণার পরই ইলেকট্রনিক পণ্য়ের দোকানগুলিতে ভিড় জমতে শুরু হয়েছে। সকলেরই প্রশ্ন, টিভি-মোবাইলের দাম কি কমেছে? কমলেই বা কতটা দাম কমেছে?

বুধবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ঘোষণা করেন যে আমদানি করা পণ্যের উপরে বেসিক কাস্টমস ডিউটি (Basic Customs Duty) ৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করা হচ্ছে। ওপেন সেলের বিভিন্ন অংশগুলির উপরে কাস্টম ডিউটি কমানোয় টিভির দামও কমবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, টিভির দাম ৫ শতাংশ কমতে পারে।

উল্লেখ্য, এলইডি টিভি সেটের উৎপাদনের ৬০ থেকে ৭০ শতাংশ খরচই ওপেন সেল প্যানেলের দামের উপরে নির্ভর করে। অধিকাংশ টিভি প্রস্তুতকারকরাই বিদেশ থেকে এই পণ্যগুলি আমদানি করেন। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ওপেন পার্টসের উপরে বেসিক কাস্টমস ডিউটি বা শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করা হবে। এতে বড় এলইডি টিভি গুলির দাম ৩ হাজার টাকা অবধি কমতে পারে।

ইলেকট্রনিক উৎপাদকরা জানিয়েছেন, এলইডি টিভির দাম ১ থেকে ১.৫ শতাংশ কমতে পারে। এতে দেশীয় প্রযুক্তিতে টিভি উৎপাদনও বাড়বে। আন্তর্জাতিক ব্রান্ডগুলির সঙ্গে প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে দাম কমানোর এই সিদ্ধান্ত বিশেষ সহায়তা করবে।

প্রসঙ্গত, ভারতে টেলিভিশনের বাজারের ৪০ শতাংশই আন্তর্জাতিক বিভিন্ন ব্রান্ডের দখলে। এরপরে ৩৮ শতাংশ বাজার দখল করে রাখে চিনের বিভিন্নব ব্রান্ড। তবে সম্প্রতিই ভারতীয় সংস্থাগুলিও দ্রুত বাজার দখল করছে। বর্তমানে বাজারের ২২ শতাংশ দখল করে রেখেছে ভারতীয় ব্রান্ডগুলি।

Next Article