নয়া দিল্লি: সারাদেশে ইতিমধ্যে 5G ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে। কিন্তু, এই ৫জি পরিষেবার নাম করে প্রতারণা শুরু করেছে সাইবার অপরাধীরা। ৫জি পরিষেবা পাওয়ার জন্য ৪জি সিম ৫জি-তে আপডেট করার কথা বলে অনেকের ফোনেই মেসেজ পাঠাচ্ছে সাইবার প্রতারকরা। এই ধরনের মেসেজ থেকে সাবধান। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ৫জি পরিষেবা পাওয়ার জন্য সিম কার্ড আপডেট (Sim Upgrade) করার কোনও প্রয়োজন নেই।
কীভাবে প্রতারণা হচ্ছে?
দেশের বিভিন্ন প্রান্তেই ইন্টারনেট ব্যবহারকারীরা মোবাইলে ৫জি পরিষেবার পাওয়ার জন্য সিম আপডেটের মেসেজ পাচ্ছেন। সিম আপডেট করার জন্য একটি লিঙ্কও পাঠানো হচ্ছে। অনেকে হয়তো এই মেসেজে বিশ্বাসও করছেন তার ফলে অনেকেই ওই লিঙ্কে ক্লিক করছেন আর তার ফলে প্রতারণার শিকার হতে হচ্ছে। গ্রাহকরা সেই লিঙ্কে ক্লিক করলেই সাইবার প্রতারকেরা সঙ্গে সঙ্গে পুরো ফোনটি হ্যাক করে নিচ্ছে সেই লিঙ্ক মারফত এবং সমস্ত ডেটা চুরি করে নিচ্ছে।
লিঙ্কে ক্লিক করলে কি হতে পারে?
সিম আপডেটের নামে লিঙ্কে ক্লিক করলে প্রতারকেরা তিনটে সংখ্যার একট নম্বর পাঠাবে এবং সেই নম্বরে ফোন করতে বলবে। গ্রাহকেরা সেই নম্বরে ফোন করলেই প্রতারকেরা ১০টি সংখ্যার মোবাইল নম্বর দেবে এবং সেটিতে ডায়াল করতে বলবে। তারপর সেই নম্বরে ডায়াল করলেই ই-ওয়ালেট মারফৎ প্রতারকরা ফোনের সমস্ত ডেটা পেয়ে যাবে এবং গ্রাহকদের মোবাইল চলে যাবে সাইবার প্রতারকদের হাতে। আর গ্রাহকের এই ফোন নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যুক্ত থাকলে বা ফোনে ইমেইল খোলা থাকলে এবং সেটি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকলে প্রতারকেরা সহজেই সেটির মাধ্যমে গ্রাহকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট খালি করে নেবে।
গুরুত্বপূর্ণ এই জিনিসগুলি মনে রাখবেন
১) ৫জি পরিষেবা পাওয়ার জন্য সিম আপডেট করার মেসেজ পেলেই সাবধান।
২) ৫জি পরিষেবার জন্য সিম আপডেটের নামে কোনও মেসেজ এবং লিঙ্ক এলে সেটিতে ক্লিক করবেন না।
৩) কেউ ফোন করে জিজ্ঞাসা করলেও কখনও আইডি, এটিএম-এর পিন নম্বর, পাসওয়ার্ড, ওটিপি দেবেন না।
৪) যদি কোনভাবে সাইবার প্রতারকের ফাঁদে পড়ে যান তাহলে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করুন।
৫) কেন্দ্রীয় সরকারের সাইবার দমন সাইট http://cybercrime.gov.in-এ অভিযোগ দায়ের করতে পারেন।