রাজস্থান: অনেকেই ভাবেন কৃষিকাজ করে আদতে ঘরে খুব বেশি টাকা আনা সম্ভব নয়। কৃষক মানেই আয় স্বল্প, এমনটা নয়। অনেকেই চাষ আবাদ করে লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন। এমনই এক কৃষকের কথা বলা হচ্ছে যিনি চাষের ধরনটা একটু বদলেই লাখপতি হয়ে গিয়েছেন। অনেক ব্যবসায়ীকেও হার মানিয়ে দিতে পারেন তিনি।
কথা হচ্ছে জ্যাঠারাম কোদেচা নামে এক কৃষককে নিয়ে। তিনি রাজস্থানের বারমেরের বাসিন্দা। আগে তিনি প্রথাগত চাষবাসই করতেন। তাতে খুব একটা লাভ হচ্ছিল না। এরপর তিনি সিদ্ধান্ত বদল করেন। শুরু করেন ফল চাষ। ২০১৬ সালে সেই সিদ্ধান্তই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ডালিম চাষ করা শুরু করেন তিনি। মহারাষ্ট্র, বাংলাদেশ, কলকাতার বাজারে যায় চাঁর চাষ করা ডালিম।
জানা গিয়েছে, ২০১৬ সালে ১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে ডালিম চাষ করা শুরু করেন তিনি। বিভিন্ন ধরনের ডালিমের চারা তিনি কেনেন। নাসিক থেকে আসে প্রায় ৪০০০ চারা। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ওই কৃষক জানিয়েছেন, প্রথাগত শিক্ষা তাঁর খুব বেশি ছিল না। নিজে সই পর্যন্ত করতে পারেন না তিনি। থাম্ব ইমপ্রেশন দিয়েই সব কাজ করেন। তবে কৃষিকাজেই তিনি যা রোজগার করছেন, তা হার মানাবে অনেককে। তবে সাধারণ ডালিম নয়, ভাগওয়া ও সিন্দুরির মতো প্রজাতির ডালিম চাষ করেন তিনি। ৪৫ বিঘা জমিতে চাষ হয় সেই ফল। একটি গাছেই ফলে ২৫ কেজি ডালিম। চাষ শুরু করার এক বছরের মধ্যেই আয় করা শুরু করেন তিনি। দ্বিতীয় বছরে ৭ লক্ষ, তৃতীয় বছরে ১৫ লক্ষ টাকা আর পঞ্চম বছরে ৩৫ লক্ষ টাকা আয় হয় তাঁর।