কলকাতা: সোনার গয়না কেনার কথা ভাবছেন! আর দেরি না করে শীঘ্রই কিনে ফেলুন। চলতি মাসের শুরুতেই সোনার দাম পৌঁছেছিল ৬০ হাজারের কোটায়। সম্প্রতি সেই দাম কমতে শুরু করেছে। আজ, মঙ্গলবার সোনার দাম গতকালের তুলনায় কিছুটা বাড়লেও সেটা ৬০ হাজারের নীচেই রয়েছে। আবার অপরিবর্তিত রুপোর দাম। ফলে সোনা-রুপোর গয়না কেনার পরিকল্পনা করে শীঘ্রই কিনে ফেলুন।
এদিন কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ২০০ টাকা। গতকাল ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৪ হাজার ১৫০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় ৫০ টাকা বেড়েছে ২২ ক্যারেটের সোনার গয়নার দাম। অন্যদিকে, এদিন ২৪ ক্যরেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৩০ টাকা। গতকাল দাম ছিল ৫৯ হাজার ৭০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় এদিন ২৪ ক্যারেটের সোনার গয়নার দাম বেড়েছে ৬০ টাকা।
প্রসঙ্গত, গত ১০ দিন ধরেই ২২ ক্যারেট সোনার দাম ৫৪ হাজার এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫৯ হাজারের কোটায় ঘোরাঘুরি করছে। গত মঙ্গলবার ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৫৪ হাজার ৫৫ টাকা। আর ২৪ ক্যারেটের ১ কেজি সোনার দাম ছিল ৫৯ হাজার ৫১ টাকা। সেই তুলনায় এদিন উভয় ক্ষেত্রেই সোনার দাম কমেছে।
অন্যদিকে, এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়। গতকালও রুপোর এই একই দাম ছিল। অর্থাৎ রবিবারের তুলনায় সোমবার রুপোর দাম সামান্য বাড়লেও এদিন দাম অপরিবর্তিত রইল।