বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) জারি করা একটি নির্দেশিকা থেকে এই কথা দিনের আলোর মত স্পষ্ট যে এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) একটি অর্থনৈতিক সংস্থা হিসাবে ট্রেড ফর ট্রেড বিভাগে কেনাবেচার জন্য স্টক এক্সচেঞ্জে আত্মপ্রকাশ করতে চলেছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (Jio Financial Services)। স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া তাদের নথি থেকে তাদের এই পরিকল্পনা সম্পর্কে জানা গিয়েছে।
সেই নথি থেকে জানা যাচ্ছে, “২১ অগস্ট ২০২৩, সোমবার থেকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যা আগে রিলায়েন্স স্ট্র্যাটেজক ইনভেস্টমেন্টস নামে পরিছিত ছিল তারা আনুষ্ঠানিক ভাবে নিজেদের স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করেছে ও শেয়ার বেচাকেনা করার অনুমতিও পেয়েছে। ২০ জানুয়ারি ২০১২ তারিখে জারি করা সেবির সার্কুলার নম্বর CIR/MRD/DP/02/2012 মোতাবেক এই নথিভুক্তি ও অনুমতি প্রাপ্ত হয়েছে। ট্রেড টু ট্রেড (Trade to Trade বা T2T) বিভাগে শেয়ার বেচাকেনা করার জন্য এই আইনত স্বীকৃতি আগামী ১০ দিনের জন্য বৈধ থাকবে”।
বর্তমানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা অ্যালফাবেটিক সিম্বলের মাধ্যমে রেজিস্ট্রি করা হয়েছে। এর ডিসকভারি প্রাইস ২৬১.৮৫ টাকা ধরা হয়েছে। যদিও এখন এই স্টকে কোনও কেনাবেচা হচ্ছে না।
জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের শেয়ার ইস্যু করতে চলেছে। ২০ জুলাইয়ের খবর অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার হোল্ডাররা শেয়ার পিছু একটি করে জিওর শেয়ার পাবেন। কর্তৃপক্ষ যদিও ইতিমধ্যে ৬৩৫.৩২ কোটি শেয়ার, যার শেয়ার প্রতি ফেসভ্যালু ১০ টাকা, খুচরো বাজারে বেচাকেনার জন্য বরাদ্দ করে দিয়েছে।
এছাড়াও, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) উভয় জায়গাতেই লিস্টেড হওয়ার জন্য আবেদন করেছে। ফলে এই আবেদন গ্রহণ না হওয়া পর্যন্ত সিস্টেমে এই বরাদ্দ হওয়া শেয়ার নিষ্ক্রিয় হয়েই পড়ে থাকবে।