Meta Employees: এই শর্ত না মানলে যেতে পারে চাকরি, সতর্ক করলেন মার্ক জাকারবার্গ

TV9 Bangla Digital | Edited By: tannistha bhandari

Aug 20, 2023 | 6:25 AM

Meta Employees: মেলে জানানো হয়েছে যে, প্রতি মাসে কিছু তথ্য নিয়ে জমা দিতে হবে অফিসে। নির্দিষ্ট সময় সেগুলো না পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Meta Employees: এই শর্ত না মানলে যেতে পারে চাকরি, সতর্ক করলেন মার্ক জাকারবার্গ
ফাইল চিত্র

Follow Us

সান ফ্রান্সিসকো: মাস কয়েক আগেই একগুচ্ছ কর্মী ছাঁটাই করেছে মেটা। ফেসবুক ও ইন্সটাগ্রামের মতো প্ল্যাটফর্ম রয়েছে যে সংস্থার অধীনে, সেই সংস্থার তরফে ফের একবার সতর্ক করা হল কর্মীদের। শর্ত না মানলে চাকরি যেতে পারে অনেকেরই। খোদ সংস্থার সিইও মার্ক জাকারবার্গ এমনই এক নির্দেশ দিয়েছেন।

সংস্থার অন্যতম কর্তা তথা হেড অব পিপল পদে থাকা লোরি গোলার এই সংক্রান্ত একটি মেল পাঠিয়েছেন সংস্থার কর্মীদের। জাকারবার্গের নির্দেশ, সপ্তাহে অন্তত তিন দিন অফিসে যেতেই হবে কর্মীদের। ৫ সেপ্টেম্বর থেকে এই নিয়ম শুরু হয়ে যাচ্ছে। ওই দিন থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে তিন দিন অফিসে না গেলে ক্রমে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংস্থার তরফে। সংস্থার সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কর্তার।

মেলে আরও জানানো হয়েছে যে, প্রতি মাসে কিছু তথ্য নিয়ে জমা দিতে হবে অফিসে। নির্দিষ্ট সময় সেগুলো না পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে পারফরম্যান্স রেটিং কমতে থাকবে। পরে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হতে পারে।

বর্তমানে মেটা সংস্থার খরচ কমানোর দিকে মন দিয়েছে। সে কারণেই ২১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে সম্প্রতি।

কোভিড পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে বাড়ি থেকে কাজ করার সুযোগ থাকলেও সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে কর্মীদের অফিসে আসতে হবে। কিছু কর্মীকে সপ্তাহে তিনদিন অফিসে যেতে হবে। এছাড়া কয়েকজন কর্মী থাকছেন, যাঁদের দু মাসে ৪ দিন অফিসে যেতে হবে।

Next Article