Air India Offer: ১৫০০ টাকার কমে বিমানের টিকিট দিচ্ছে এয়ার ইন্ডিয়া, এই সুযোগ মিস করলে আপনারই ক্ষতি!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 20, 2023 | 6:37 AM

TATA Group's Ticket Sale: টাটা গ্রুপের উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফে ৯৬ ঘণ্টার জন্য় এই বিশেষ অফার দেওয়া হচ্ছে। গত ১৭ অগস্ট থেকে এই অফার শুরু হয়েছে।

Air India Offer: ১৫০০ টাকার কমে বিমানের টিকিট দিচ্ছে এয়ার ইন্ডিয়া, এই সুযোগ মিস করলে আপনারই ক্ষতি!
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সামনেই দেশের মধ্যে বা বিদেশে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? তবে একটুও সময় নষ্ট করবেন না। আজই কেটে ফেলুন বিমানের টিকিট (Flight Ticket)। কারণ বিমানের টিকিটে দারুণ অফার দিচ্ছে টাটা গ্রুপ। কতটা সস্তা জানেন? ইকোনমি ক্লাসে (Economy Class) টিকিটের দাম শুরু হচ্ছে ১৪৭০ টাকা থেকে। বিজনেস ক্লাসে (Business Class) টিকিটের দাম মাত্র ১০ হাজার ১৩০ টাকা।

টাটা গ্রুপের উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফে ৯৬ ঘণ্টার জন্য় এই বিশেষ অফার দেওয়া হচ্ছে। গত ১৭ অগস্ট থেকে এই অফার শুরু হয়েছে। শেষ হবে ২০ অগস্টের রাত ১১ টা ৫৯ মিনিটে। অর্থাৎ আপনার হাতে গোটা একটা দিন সময় রয়েছে টিকিট বুক করার জন্য।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সরাসরি সংস্থার ওয়েবসাইট airindia.com বা মোবাইল অ্যাপ থেকে যদি আপনি টিকিট কাটেন, তবে কোনও কনভিনিয়েন্স ফি দিতে হবে। এছাড়া এয়ার ইন্ডিয়ার ফ্লায়িং রিটার্নস প্রোগ্রামের সদস্য যারা, তারা এই সময়ে টিকিট কাটলে দ্বিগুণ লয়ালিটি বোনাস পয়েন্ট পাবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে আপনি অন্তর্দেশীয় বা আন্তর্জাতিক রুটে বিমানের টিকিট কাটতে পারবেন।

আপনি চাইলে স্বীকৃত ট্রাভেল এজেন্টের কাছ থেকেও এই অফারের অধীনে টিকিট কাটতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট বা অ্যাপের মতো বিশেষ ছাড়গুলি পাবেন না। ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নীতিতে টিকিট বিক্রি করা হবে।

Next Article