ITC Share: আলাদা হচ্ছে পথ, ITC লিমিটেডের হাত ছেড়ে এবার নয়া স্টক হিসাবে বাজারে আসছে আইটিসি হোটেলস

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 19, 2023 | 12:18 AM

ITC Share: বর্তমানে আইটিসির এক একটি শেয়ারের দাম রয়েছে ৪০০ টাকার উপরে। বিগত কয়েকদিনে এই শেয়ারের দাম হু হু করে অনেকটাই বেড়েছিল। কিন্তু, আইটিসি হোটেলের ডিমার্জারের খবর সামনে আসার পর থেকে শেয়ার দরে বড়সড় পতন দেখতে পাওয়া গিয়েছে।

ITC Share: আলাদা হচ্ছে পথ, ITC লিমিটেডের হাত ছেড়ে এবার নয়া স্টক হিসাবে বাজারে আসছে আইটিসি হোটেলস
বর্তমানে আইটিসির এক একটি শেয়ারের দাম রয়েছে ৪০০ টাকার উপরে।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই দেশের বহু জায়গাতেই আইটিসি হোটেলগুলিতে (ITC Hotels) ঘরের চাহিদা ছিল আকাশছোঁয়া। বিশেষত যে জায়গায়গুলিতে ভারতের ম্যাচ পড়েছে বলে দেখা গিয়েছে সেখানে হোটেল বুক হয়েছে প্রায় দ্বিগুণেরও বেশি দামে। হু হু করে বেড়েছে আইটিসির শেয়ারের (ITC Share Market Price) দাম। এদিকে এরইমধ্যে এবার বড় সিদ্ধান্তের পথে আইটিসির (ITC) বোর্ড। আইটিসির মূল শেয়ার থেকে বিচ্ছিন্ন হতে চলেছে হোটেল ব্যবসা। সূত্রের খবর, শীঘ্রই আইটিসির একটি স্বতন্ত্র শেয়ার হিসাবে বাজারে আসতে চলেছে আইটিসি হোটেলস। এদিকে বর্তমানে প্রধানত হোটেল, পেপারবোর্ড এবং প্যাকেজিং, টোবাকো, কৃষি এবং তথ্য প্রযুক্তির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে আইটিসি লিমিটেড। সবটা মিলিয়েই বাজারে রয়েছে আইটিসি শেয়ার লিমিটেডের শেয়ার। 

বর্তমানে আইটিসির এক একটি শেয়ারের দাম রয়েছে ৪০০ টাকার উপরে। বিগত কয়েকদিনে এই শেয়ারের দাম হু হু করে অনেকটাই বেড়েছিল। কিন্তু, আইটিসি হোটেলের ডিমার্জারের খবর সামনে আসার পর থেকে শেয়ার দরে বড়সড় পতন দেখতে পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বোর্ডের নয়া ঘোষণার পর থেকেই শেয়ার নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয় বিনিয়োগকারীদের মনে। ফলে অনেকেই দ্রুত হোল্ড করে রাখা স্টক বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাতেই শেয়ারদরে খানিকটা পতন দেখা যায়। 

তবে ‘ডিমার্জার’ যে হবে সেই জল্পনা অনেকদিন থেকেই চলছিল। শেষে চলতি সপ্তাহেই সেই জল্পনাতে সিলমোহর দিয়ে দেয় আইটিসি। সূত্রের খবর, আগামী ১৫ মাসের মধ্যেই নয়া আইপিও হিসাবে বাজারে আসবে আইটিসি হোটেলস। সূত্রের খবর, ডিমার্জারের পর শেয়ারহোল্ডাররা আইটিসি-তে প্রতি ১০টি শেয়ারের জন্য হোটেল ব্যবসার একটি শেয়ার পাবেন। প্রসঙ্গত, আইটিসি-এর হোটেল ব্যবসার মধ্যে রয়েছে মালিকানা, লাইসেন্সিং, পরিষেবা, বিপণন, হোটেল সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং ভোজন এবং ভোজ পরিষেবাগুলির সঙ্গে থাকা কেটারিং সার্ভিস, হসপিটালিটি ইত্যাদি। সূত্রের খবর, ২০২৩ অর্থবর্ষে আইটিসি হোটেলসের প্রায় আড়াই হাজার কোটির টার্নওভার দেখতে পাওয়া গিয়েছিল। যা আইটিসি লিমিটিডের মোট টার্নওভারের ৩.৭ শতাংশ। 

Next Article