Defence Jobs 2023: স্থল-বায়ু-নৌসেনায় প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 16, 2023 | 9:00 AM

Defence Jobs 2023: সেনার বিভিন্ন পাবলিক স্কুলেও প্রচুর শিক্ষক নিয়োগ করা হচ্ছে। টিজিটি অর্থাৎ ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার, পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে।

Defence Jobs 2023: স্থল-বায়ু-নৌসেনায় প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া
ভারতীয় সেনায় যোগদানের সুযোগ।

Follow Us

স্বাধীনতা দিবস উপলক্ষে গতকালই গোটা দেশ সাড়ম্বরে পালন করেছে আজাদি কা অমৃত মহোৎসব। এরইমধ্যে জেনে নিন বিভিন্ন সশস্ত্র সেনা— ভারতীয় স্থল সেনা, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ু সেনায় একাধিক নিয়োগের খবর। একইসঙ্গে নিয়োগ হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বলেও (CAPFs-BSF, CISF, CRPF, ITBP, SSB)। সরকারি চাকরির মধ্যে দিয়েও দেশসেবা করতে চাইলে আবেদন করতে পারেন অনলাইনেই। জেনে নিন আবেদন প্রক্রিয়া—

অগ্নিবীর

ভারতীয় বায়ুসেনা দ্বারা অগ্নিবীরবায়ু ২০২৪-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৭ জুলাই থেকে চলছে। ১৭ অগস্ট অবধি চলবে। ইচ্ছুক প্রার্থীরা agnipathvayu.cdac.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। রইল নোটিফিকেশন লিঙ্কআবেদন লিঙ্ক

ভারতীয় নৌসেনা

৪ অগস্ট থেকে ভারতীয় নৌসেনায় এসএসসি ইনফরমেশন টেকনোলজি (এক্সিকিউটিভ ব্রাঞ্চ) ভর্তির জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। ২০ অগস্ট অবধি সময়সীমা। ইচ্ছুক প্রার্থীরা joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। রইল নোটিফিকেশনআবেদন লিঙ্ক

আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি

আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES) সারা দেশে বিভিন্ন আর্মি পাবলিক স্কুলে শিক্ষক (টিজিটি, পিজিটি, পিআরটি) নেবে। ২১ জুলাই থেকে স্ক্রিনিংয়ের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। awesindia.com-এ আবেদন করতে পারেন। রইল নোটিফিকেশন ও আবেদন লিঙ্ক

সশস্ত্র সেনা চিকিৎসা সেবা

সশস্ত্র সেনা চিকিৎসা সেবা বা আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে (AFMS) মেডিক্যাল অফিসার নেবে। ৬৫০ জনকে নেওয়া হবে। ১৩ অগস্ট থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। afmc.nic.in ওয়েবসাইটে আবেদন করতে পারেন। রইল নোটিফিকেশন ও আবেদন লিঙ্ক

Next Article