নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে চান? তবে আপনার জন্য় রয়েছে সুখবর। ভারতীয় বায়ু সেনার তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অগ্নিবীরের অফিসিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in – এ গিয়ে আবেদন জানাতে পারেন।
বায়ুসেনার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অগ্নিবীর বায়ু’ হিসাবে বায়ুসেনায় কাজ করার জন্য পুরুষ ও মহিলা আবেদনকারীরা আবেদন পাঠাতে পারেন। আগামী ১৩ অক্টোবর থেকে সিলেকশন প্রক্রিয়া শুরু হবে। ২০ অগস্ট থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২১ বছর বয়স হতে হবে। অর্থাৎ ২০০৩ সালের ২৭ জুন থেকে ২০০৬ সালের ২৭ ডিসেম্বরের মধ্য়ে যারা জন্মগ্রহণ করেছেন, তারাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। ইংরেজিতে অবশ্যই ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/অটোমোবাইল/কম্পিউটার সায়েন্স/ইন্সট্রুমেন্টাশন টেকনোলজি/ইনফরমেশন টেকনোলজি)-ডিপ্লোমা প্রাপ্তরাও এই শূন্যপদে আবেদন করতে পারেন। এক্ষেত্রেও ন্য়ূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।