নয়া দিল্লি: চাকরির দারুণ সুযোগ দিচ্ছে ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (Institute of Banking Personnel Selection) বা আইবিপিএস (IBPS)। এই সংস্থার তরফে স্পেশালিস্ট অফিসার (Specialist Officer) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২১ অগস্ট। আগ্রহী আবেদনকারীরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in -এ গিয়ে শূন্যপদে আবেদন করতে পারবেন।
আইবিপিএসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৪০২টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে
আইটি অফিসার– ১২০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
এগ্রিকালচার ফিল্ড অফিসার– মোট ৫০০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ল অফিসার– ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
এইচআর/পার্সোনেল অফিসার– মোট ৩১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মার্কেটিং অফিসার (স্কেল ১)– মোট ৭০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মার্কেটিং অফিসার (স্কেল-১)– মোট ৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আইবিপিএসের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর নিয়োগের পরীক্ষা হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্য়ে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণিগুলির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম মেনে।
এই শূন্যপদে আবেদনের জন্য জেনারেল ও ওবিসিদের ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।