নয়া দিল্লি: নতুন চাকরি যারা খুঁজছেন, তাদের জন্য রয়েছে সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট। রায়পুরের আইআইএম-র তরফে জানানো হয়েছে, একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ-এ, গ্রুপ-বি ও গ্রুপ-সি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন।
রায়পুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক ও স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদন জানানোর শেষ তারিখ ২৩ অগস্ট।
হেড ক্য়াম্পাস ইনফ্রাস্টাকচার (সাধারণ/চুক্তিভিত্তিক)– ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট সিস্টেম ম্যানেজার (চুক্তিভিত্তিক)– ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পাবলিক রিলেশন অফিসার (চুক্তিভিত্তিক)– ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সিনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)– ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (চুক্তিভিত্তিক)– ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্য়াসিস্ট্যান্ট (চুক্তিভিত্তিক)– মোট ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের বিই, বি.টেক(সিভিল ইঞ্জিনিয়ারিং), বি.টেক (সিএস/আইটি), ইলেকট্রনিতক্স ইঞ্জিনিয়ারিং, মাস মিডিয়ায় স্নাতক ডিগ্রি, মার্কেটিং ম্যানেজমেন্টে ডিগ্রি থাকতে হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
উল্লেখ্য, যারা সরকারি বা সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত, তাদের আবেদন পত্রের সঙ্গে একটি নো-অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে।