কলকাতা: অ্যাকাউন্ট্যান্ট পদে লোক নিয়োগ করবে কলকাতা পুরনিগম। ওই পদে ১৭ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে জেনারাল ক্যাটিগরির জন্য আসন রয়েছে ৮টি। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত পদ্ধতির পাশাপাশি আবেদনের যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
কলকাতা পুরনিগমের অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা জানতে হবে। আবেদনকারীকে কর্মাস নিয়ে স্নাতক পাশ করতে হবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে। এর পাশাপাশি কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। এই পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। এই পদের জন্য প্রতি মাসে ২৬ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আবেদনকারীদের মাধ্যমিক স্তর থেকে স্নাতকস্তর পর্যন্ত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তালিকা তৈরি হবে। প্রতি পদের জন্য ১ঃ৫ অনুপাতে ডাকা হবে। তাঁদের কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউতে বসতে হবে। সেই সব নম্বরের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত তালিকা। আবেদনপত্র কলকাতা পুরনিগমের অফিসের গিয়ে জমা দিয়ে আসতে হবে। পোস্টের মাধ্যমে আবেদন পাঠালে তা গ্রাহ্য হবে না। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।