কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাব-ইন্সপেক্টর (SI) গ্রেড III পদে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) মারফৎ এই নিয়োগ করা হবে বলে WBPSC-র তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৯৫৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও শূন্যপদের সংখ্যা বাড়তে পারে। আজ, ২৩ অগস্ট থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা WBPSC-র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এব্যাপারে বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল।
খাদ্য সরবরাহ দফতরের SI পদের শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। বাংলায় পড়তে, লিখতে ও কথা বলতে (মাতৃভাষা নেপালি হলে এই শর্ত বাঞ্ছনীয় নয়) সক্ষম হতে হবে। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় কাজ করার ক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে।
আবেদন ফি
জেনারেল ক্যাটেগরি প্রার্থীদের আবেদন ফি ১১০ টাকা এবং তফশিলি জাতি, উপজাতি-সহ সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনও ফি লাগবে না।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আর বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিটিতে দেওয়া রয়েছে।
প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া
পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রার্থীদের যাচাই করা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষার কেন্দ্র পড়তে পারে। আরও বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট দেখুন।