প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay
নয়া দিল্লি: প্রযুক্তি যত আধুনিক হচ্ছে, ততই জীবন সহজ হচ্ছে সাধারণ মানুষদের। কিন্তু প্রযুক্তিগত উন্নয়ন আবার ভয়ও ধরাচ্ছে।বর্তমানে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) প্রযুক্তির উন্নতি হচ্ছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। আগামিদিনে চাকরির বাজারেও প্রভাব পড়তে চলেছে। আগামী ২০২৮ সালের মধ্য়ে কোটি কোটি মানুষ চাকরি হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এবার সকলের মনে প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব পড়বে?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানব ক্ষমতা ও দক্ষতার উপরে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে বিতর্ক রয়েইছে। অনেকে যেমন দাবি করছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি কাড়বে, তেমনই আবার অনেকে দাবি করছেন যে এআই-র সৌজন্যে অনেক চাকরিও তৈরি হবে।
কাদের চাকরি খোয়ানোর সম্ভাবনা সবথেকে বেশি?
১. ডেটা এন্ট্রি ক্লার্ক
২. টেলিমার্কেটার
৩. কারখানার কর্মী
৪. ক্যাশিয়ার
৫. গাড়ির চালক
৬. ট্রাভেল এজেন্ট
৭. ব্য়াঙ্ক টেলার
কাদের কাজে পরিবর্তন আসবে AI-র দৌলতে?
১. অ্য়াকাউন্টেন্ট
২. কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ
৩. প্যারালিগাল
৪. রেডিয়োলজিস্ট
৫. লাইব্রেরিয়ান
৬. মার্কেট রিসার্চ অ্যানালিস্ট
৭. সাংবাদিক