শিলং: ২৭ ফেব্রুয়ারি ভোট। তার ঠিক দুদিন আগে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মেঘালয় মন্দ্রিত হল মোদী মোদী রবে। রাজধানী শিলং-এ এক রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর পুলিশ বাজার এলাকায় এক জনসভায় বক্তৃতা দিলেন। তিনি জানান, সারা দেশের মতো মেধালয়েও এতদিন ধরে পরিবারবাদী সরকার চলে এসেছে। এই পরিবারবাদ থেকে মেঘালয়কে মুক্ত করতে হবে। তিনি আরও বলেন, মেঘালয় আজ ‘ফ্যামিলি ফার্স্ট’-এর জায়গায় ‘পিপল ফার্স্ট’ সরকার চাইছে। আর সেই সরকার দিতে পারে একমাত্র বিজেপি। তিনি দাবি করেন, এই কারণেই মেঘালয়ের উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল।
প্রধানমন্ত্রী মোদী বলেন, মেঘালয়ের কথা ভাবতে গেলে প্রথমেই তাঁর মাথায় আসে রাজ্যের বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিত্বদের কথা এবং এই রাজ্যের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের কথা। তিনি আরও জানান, আশা ও উন্নয়নের বার্তা নিয়েই তিনি শিলংয়ে এসেছেন। তিনি দাবি করেন, দেশ এখন সাফল্যের এক নতুন উচ্চতা অতিক্রম করছে। মেঘালয় রাজ্য সেই সাফল্যে জোরালো অবদান রেখেছে। এরপর তিনি বলেন, রোডশো-এর সময় শিলংয়ের জনগণের কাছ থেকে তিনি যে দুর্দান্ত অভ্যর্থনা পেয়েছেন, তা থেকে তিনি নিশ্চিত যে মেঘালয়ের ক্ষমতায় আসছে বিজেপি। রাজ্য বিজেপির নেতৃত্বাধীন সরকার চাইছে।
BJP supporters gather in large numbers to welcome PM Narendra Modi as the PM will shortly hold a roadshow in Meghalaya’s Shillong. pic.twitter.com/iIbuldPnPs
— ANI (@ANI) February 24, 2023
প্রধানমন্ত্রী মোদীর মতে, মেঘালয় এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিতে বিজেপির এই সমর্থনের পিছনে অন্যতম কারণ হল কয়েকটি পরিবারের স্বার্থপরতা। তারা ভারতের এই প্রান্তিক রাজ্যগুলির উন্নয়ন না করে পরিবারের উন্নয়নে ব্যক্তিগত উন্নয়নে মন দিয়েছিল। তাই, আজ তাদের প্রত্যাখ্যান করছে মানুষ। বিজেপির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চাইছে। তিনি আরও বলেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি সফল হওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মেঘালয়-সহ গোটা উত্তর-পূর্ব ভারতের। আর তাই তাঁর সরকার উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে সবথেকে বেশি উদ্যোগী। যেখানে এর আগের সরকারগুলি উত্তর-পূর্ব ভারতকে তাদের ‘এটিএম’ হিসেবে ব্যবহার করেছে।
#WATCH | PM Narendra Modi holds a roadshow in poll-bound Meghalaya’s Shillong pic.twitter.com/XDe02MpTap
— ANI (@ANI) February 24, 2023
এদিন, শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়ে পুলিশ বাজারে শেষ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল রোডশো। রাস্তার দুইধারে প্রধানমন্ত্রীকে এক ঝলক চোখের দেখা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। শিলং-এর জনসভার পর, দিনের পরবর্তী অংশে তুরায় আরও একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। সেই জনসভার স্থান নিয়ে বিতর্ক হয়েছিল। তবে, শেষ পর্যন্ত এই জনসভা হচ্ছে। মেঘালয়ের ৬০ বিধানসভা আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি।