আগরতলা: ত্রিপুরায় দ্বিতীয়বারের জন্য সরকার গড়ার পথে বিজেপি। টাউন বরদোয়ালি থেকে জিতে গিয়েছেন বিজেপির (BJP) বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। তিনি নিজের জয়ের শংসাপত্র সংগ্রহের পর নিজের খুশিও ব্যক্ত করেন। এদিকে আগরতলায় বিজেপির দফতরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। উড়ছে গেরুয়া আবির। মিষ্টি বিতরণ সহ গান চালিয়ে হচ্ছে নাচাও। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে খারাপ ফল করেনি প্রদ্যোৎ দেববর্মার দল তিপ্রা মোথা। সাম্প্রতি ট্রেন্ড অনুযায়ী ১২ টি আসন নিজের ঝুলিতে ভরে নিয়েছে তিপ্রা। ১ টি আসনে এখনও এগিয়ে রয়েছে। এই আবহে বিজেপি বৃহস্পতিবার জানিয়েছে, যদি তিপ্রা মোথার প্রধান নিজের সমর্থন জানাতে চান তাহলে তাঁদের সমস্ত দাবি মেনে নিতে প্রস্তুত বিজেপি। তবে বৃহত্তর তিপ্রাল্যান্ডের দাবি বিজেপির তরফে মেনে নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে রাজ্য় বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য়ে পরবর্তী এক বছরের জন্য সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে তাঁর দল। তিনি বলেছেন,”আমরা শুরু থেকেই যেরকম বলছিলাম, রাজ্যে পরবর্তী সরকার আমরাই তৈরি করছি। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দুই কেন্দ্রীয় নেতা- ফণীন্দ্রনাথ শর্মা ও সম্বিত পাত্র এখানে এসেছেন এবং আশা করা হচ্ছে আজ আরও কেন্দ্রীয় নেতারা চলে আসবেন।”
দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রা মোথার থেকে সমর্থন নেওয়ার সম্ভাবনার প্রশ্নে তিনি বলেন, “বৃহত্তর তিপ্রাল্যান্ড ছাড়া বিজেপি তাঁদের সমস্ত দাবি মানতে রাজি।” প্রসঙ্গত, বর্তমানে ৬০ টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩০ টি আসন এবং ২ টি আসনে এগিয়ে রয়েছে। সিপিএম প্রার্থী জিতেছে ১১ টি আসন। কংগ্রেসের ঝুলিতে রয়েছে ৩ টি আসন। বিজেপির জোটসঙ্গী আইপিএফটি জিতেছে ১ টি আসন। তিপ্রা মোথা জয়ী হয়েছে ১৩ টি আসনে।